মাসিক মুখপাত্র | Volume VIII | Issue VI | AUGUST, 2022
এক পলকে দেশ
Advertise with Us
এক পলকে রাজ্য
২১ অক্টোবর ১৯৩৮ - ৩১ জুলাই ২০২২
সঙ্গীত জগৎ ফের শোকস্তব্ধ। রবিবার রাত ১২.০৫ মিনিটে দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই শিল্পী৷ গত বেশ কয়েক মাস ধরেই বার্ধ্যকজনিত অসুস্থতায় ভুগছিলেন শিল্পী৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১৷ দীর্ঘ কয়েক দশক ধরে কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া এই বাংলার মাটিতে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতা পাখি রে-র মতো অজস্র কালজয়ী গান আজও শ্রোতাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। আধুনিক, নজরুলগীতি, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক, লোকগীতি ছাড়াও বহু ছায়াছবিতে তিনি গান গেয়েছেন।
ফেব্রুয়ারী ৬, ১৯৪০ – জুলাই ১৮, ২০২২<
১০ দিনের লড়াই শেষ, ‘শহর’ ছেড়ে দিকশূন্যপুরে ভূপিন্দর সিং। সোমবার সন্ধ্যায় মুম্বইতে জুহুর হাসপাতালে মৃত্যু হয় তার। তাঁর স্ত্রী এবং গায়িকা মিতালি সিং বলেছিলেন,“তিনি সোমবার মারা গেছেন এবং শেষকৃত্য মঙ্গলবার অনুষ্ঠিত হবে। তাঁর কোলনের সমস্যা ছিল।" মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮২ বছর। ৫-৬ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রখ্যাত গজল গায়ক, কো-মর্বিডিটির কারণে মৃত্যু, জানালেন চিকিৎসকেরা। সত্তর থেকে আশির দশকে ভূপিন্দর সিংহ বেশ কিছু সিনেমায় গান গেয়েছিলেন, জুয়েল থিফ, মাসুম, পরিচয়, ঘরোন্দা, কিনারা ছবিতে গান গেয়েছেন।
৮ জানুয়ারী ১৯৩১ - ৪ জুলাই ২০২২
বাংলা সিনেমার একটি যুগের সমাপ্তি! লম্বা লড়াইয়ের শেষে 'সিনেমা পাড়া দিয়ে' নিজের পথ চলা শেষ করলেন তরুণ মজুমদার। চিরনিদ্রায় তরুণ মজুমদার, সোমবার সকালে ৯২ বছর বয়সে প্রয়াত হলেন বিখ্যাত এই চিত্র পরিচালক। নিজের সিনেমার মাধ্যমে প্রতিবার চেষ্টা করেছেন সাধারণ মানুষের জীবনকে তুলে ধরতে। তরুণ মজুমদারের দেহ এসএসকেএম হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা হয় এনটিওয়ান স্টুডিয়োয় তাঁর অফিসে। মৃতদেহে জড়ানো ছিল লাল পতাকা আর গীতাঞ্জলি। সেখান থেকেই ফের এসএসকেএম হাসপাতালে দান করে দেওয়া হয় তাঁর মৃতদেহ।
কিছু বিশেষ মুহূর্ত।